ডেস্ক : দুই বছরের সাজা পাওয়া আসামি পলাতক লিটনের বদলে আট মাস ধরে কারাবন্দি নিরপরাধ লিটনের মুক্তির বিষয়ে হাইকোর্ট আজ মঙ্গলবার আদেশ দেবেন।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চের এই আদেশ দেওয়ার কথা রয়েছে। মুক্তির জন্য কারাবন্দি লিটন এবং মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা এক রিট আবেদনের ওপর গতকাল সোমবার শুনানি শেষে আদেশের জন্য দিন নির্ধারণ করেন আদালত।
রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, ইয়াদিয়া জামান ও মো. শাহিনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
রাজধানীর পল্টন থানার একটি মামলায় দুই বছরের দণ্ড পাওয়া আসামি হিসেবে ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে লিটনকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু অভিযোগ উঠেছে, মূল আসামির বদলে নিরপরাধ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ নিয়ে গত ২২ আগস্ট একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদন যুক্ত করে নিরপরাধ লিটনের মুক্তি চেয়ে গত ২৪ আগস্ট রিট করা হয়। আবেদনে লিটনের পরিচয় নিশ্চিত করতে তাঁকে সশরীরে অথবা ভার্চুয়ালি হাইকোর্টে হাজির করা, তাত্ক্ষণিক মুক্তি দেওয়া এবং তাঁর আটকাদেশ অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়।