পশুরহাটকে যানজটমুক্ত রাখতে মাঠে নেমেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ঈদ উপলক্ষ্যে নির্বিঘ্নে কোরবানীর পশু ক্রয়-বিক্রয়ে লালবাগ, বুড়িরহাট, নিসবেতগঞ্জ, লালবাগসহ নগরীর বিভিন্ন হাটগুলো তদারকি করে যানজট নিরসনে কাজ করা হচ্ছে। সেই সাথে করোনা ভাইরাসের সংক্রমন রোধে স্বাস্থ্য বিধি মেনে পশু কেনাবেচা সংক্রান্ত সচেতনতামূলক পরামর্শ প্রদান কার্যক্রম অব্যহত রেখে ট্রাফিক বিভাগ। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম বলেন, করোনাকালে পশুরহাটে ক্রেতা-বিক্রেতাদের দূর্ভোগ কমাতে আমরা হাটগুলোতে নজরদারী বাড়িয়েছি। সেই সাথে ওই সকল রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে নগরবাসী স্বাচ্ছন্দে তাদের পছন্দমত পশু কিনতে পারছেন। তিনি আরও বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী নগরীর বিভিন্ন পশুরহাটে যানজট নিরসন, নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় ও সড়কে চাঁদাবাজি রোধে ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy