কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
আজ থেকে পশ্চিম বাংলা সরকারের মনোনীত ডি জি হিসেবে কাজ করতে চলেছে শ্রী রাজীব কুমার আই পি এস। পশ্চিম বাংলার নবান্ন থেকে এমন খবর দেওয়া হয়েছে। তিনি এ ডি জি তথ্য ও ইনফরমেশন সার্ভিসেস দায়িত্বে ছিলেন। শ্রী রাজীব কুমার ১৯৮৯,সালের, আই পি এস হিসেবে কাজ করতে আসেন। এবং পশ্চিম বাংলার পুলিশের বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং কলকাতা পুলিশের নগরপাল হিসেবে কাজ করেন। এবং সারদা মামলার সময় সি বি আই তাকে সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রেফতার করতে আসেন। কিন্তু শ্রী রাজীব কুমার পরবর্তীতে কলকাতা হাইকোর্ট থেকে জামিন নেন। এবং সি বি আই এর কাজে সহায়তা করেন। এবং, ২০১৯,সালে, কলকাতা পুলিশের নগরপাল থাকার সময় সি বি আই যখন তাকে ধরতে আসেন তখন কলকাতাতে তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাপোর্ট দিতে কলকাতার মেয়ো রোডের গান্ধী পদ দেশে অনশন ধর্মঘট পালন করেন। এর পর তাকে তথ্য ও ইনফরমেশন সার্ভিসেস বিভাগের এ ডি জি হিসেবে কাজ করার দায়িত্ব পান। এবং আজ থেকে পশ্চিম বাংলা পুলিশের ডি জি হিসেবে কাজ করবেন। সেই সাথে মোট পাচজন এ ডি জি কে পুলিশ বিভাগের বিভিন্ন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।।