মোঃ আজাদ আলী, পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে অটো রাইস মিলের গরম পানির হাউজ ফুটো হয়ে ঝলসে আনিছুর রহমান (৫০) নামের এক শ্রমিক আহত হয়েছে। মঙ্গবার দুপুরে উপজেলার এনবি অটো রাইস মিলে এ দূর্ঘটনা ঘটে।
আহত আনিছুরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থা কমপে¬ক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আনিছুর উপজেলার রাধাবাড়ি মহব্বতপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, প্রতিদিনের মত তারা সেখানে কাজ করছিল। দুপুর আড়াইটার সময় হঠাৎ বয়লারের সঙ্গে সংযুক্ত গরম পানির হাউজ ফুটো হয়ে গরম পানি ছিটকে আনিছুরের শরীরে পড়ে ঝলসে যায়। পরে তৎক্ষনাত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ভর্তি করেন।
এবিষয়ে এনবি অটো রাইস মিলের স্বত্তাধিকারী শরিফুল ইসলাম বাবু বলেন, আকস্মিক ভাবে মিলের গরম পানির হাউস টি লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকের চিকিৎসার সকল ব্যয়ভার গ্রহণ করা হবে বলে তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy