মারুফ হাসান(পাঁচবিবি)প্রতিনিধিঃ-
করোনাকালীন সময়ে শ্রমিক সংকটের কারণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা গরীব ও অসহায় এক নারীর মাঠের পাকা ধান কাটা মাড়াই করে ঘরে তুলে দিয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আটাপুর ইউনিয়নের রামপুরা গ্রামের অসহায় মহিলার প্রায় দুই বিঘা জমির পাকাধান রোজা রেখে ছাত্রলীগ নেতাকর্মীরা কাটা মাড়াই করে বাড়িতে পৌছে দেন।
উপজেলা ছাত্রলীগের সম্পাদক ও হ্যালো ছাত্রলীগের উদ্দ্যোগক্তা পলাশ কুমার ঘোষের নেতৃত্বে অসহায় মহিলার ধান কাটায় অংশ গ্রহন করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাফিজ হোসেন, যুগ্ন-সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক নিলয়, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকিন আহম্মেদ, হ্যালো ছাত্রলীগ আটাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমদ উল্লাহ রাসেল, সহ-সভাপতি মেহেদী হাসান ও সম্পাদক শামিম হোসেনসহ আরও অনেকেই।
রামপুরা গ্রামের গরীব অসহায় আজহার আলীর স্ত্রী মেরিনা দৈনিক সূর্যোদয়কে বলেন, মাঠে আমার ধান পেঁকে ঝরে পড়ে গেলেও টাকার অভাবে কাটতে পারছিলাম না। এমন খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা আমার ধান কেটে মেড়ে ঘরে তুলে দেয় এজন্য তাদের দোয়া করি তারা আরও বড় হ।
উপজেলা ছাত্রলীগের সম্পাদক পলাশ কুমার ঘোষ দৈনিক সূর্যোদয় কে বলেন, প্রধানমন্ত্রীর আহব্বান কেন্দ্র ও জয়পুরহাট জেলা ছাত্রলীগের নির্দেশে আমরা উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা প্রতিনিয়ত এমন অসহায় মানুষদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপজেলা হ্যালো ছাত্রলীগকে ”কল করলেই-নিশ্চিত সেবা” এমন মন্তব্যও করেন তিঁনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy