মারুফ হোসেন রোমেল,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
গৃহবধুর মেহেদী রাঙ্গা হাতের রং না শুকাতেই বিবাহের প্রায় দুই মাসের ব্যবধানে ফারহানা আক্তার জুলি (২০) নামে এক গৃহবধুকে লাশ হতে হল স্বামীর ঘরে। দু’চোখ ভরা স্বপ্ন আর রিদয় ভরা ভারোবাসা নিয়ে প্রেমের সম্পের্ক গড়ে ওঠে প্রতিবেশী হাফিজুল ইসলামের সঙ্গে। গত ৭ ই ফেব্রয়ারি উভয় পরিবারের সম্মতিক্রমে তাদের বিবাহ হয়।
রবিবার (০৫ এপ্রিল) ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রাম থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহতর স্বামী হাফিজুল ইসলাম জানান, রাতে খাবার খেয়ে আমরা দু’জনে একই বিছানায় ছুঁয়ে পড়ি। এরপর গভীর রাতে আমার স্ত্রী ঘুম থেকে উঠে বাহিরে যায় এবং কিছুক্ষণ পরে ঘরে ফিরে আসে। কোন কথা না বলে আবারো দু’জনে ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পায় সে ঘরে তলার বাঁশের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রয়েছে।
এসময় আমি চিৎকার করলে পরিবারের লোকেরা ছুঁটে এসে তার গলার ওড়না খুলে মাটিতে নামায়। এর কিছুক্ষন পরে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জাতীয় দৈনিক সূর্যোদয়কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তিন আরো বলেন এটা হত্যা না আত্মহত্যা তা তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।