মারুফ হাসান(পাঁচবিবি)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০ বোতল ফেন্সিডিলসহ তিনজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ মে) দুপুরে পৌর শহরের পাঁচমাথা এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার ভীমপুরের শাহিনুর হোসেনের স্ত্রী সবিতা বেগম (৩৪), দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আঃ জলিলের স্ত্রী দুলালী বেগম (৩৪) ও একই গ্রামের আলাউদ্দিনের স্ত্রী মুন্নি বেগম(২৬)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দৈনিক সূর্যোদয়কে বলেন,পাঁচবিবির পৌরসভার পাঁচমাথা এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে।
উক্ত সংবাদের ভিক্তিতে পুলিশের একটি ফোর্স সেখানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তিন জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply