মারুফ হাসান(পাঁচবিবি)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ত্রাণ ও তহবিল থেকে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(৩০ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল থেকে পাঠানো উপহার সামগ্রী বিতরণ করেন পাঁচবিবি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
এসময়ে উপস্থিত ছিলেন,পাঁচবিবি পৌরসভার ১,২,৩, নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইভানা আক্তার মিনু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ,উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম মাস্টার,পৌরসভার সকল কর্মচারী-কর্মকর্তা বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
করোনায় লকডাউনে কর্মহীন অসহায়দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ত্রাণ ও তহবিল থেকে পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ কালে পৌর মেয়র ও আওয়ামী নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব দৈনিক সূর্যোদয়কে বলেন, বৈশিক মহামারি কোভিট-১৯ করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায়। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশের মানুষকে সচেতন ও জীবন রক্ষার্থে সরকার লকডাউন ঘোষণা করেন।
সরকার ঘোষিত চলমান এ লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ত্রাণ ও তহবিল থেকে পাঠানো উপহার সামগ্রী গুলো আমার পৌরসভার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে আমি নিজেই বিতরণ করছি।