পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ
"স্মাট লাইভস্টক, স্মাট বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রাণিসম্পদ উন্নয়ন, নতুন প্রযুক্তি সম্প্রসারণ সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন ধরনের পশু, পাখি ও পশু খাদ্যের প্রদর্শন করা হয়।
শনিবার সকাল ১১টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্ত্বরে এ প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নেওয়াজ কাযমির,উপজেলা ভেটোনারী সার্জন ফয়লাল রাব্বী আয়মারসুল ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন, বালীঘাটা ইউ চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লবসহ আরো অনেকে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল আয়োজিত এই প্রদর্শনী মেলায় মোট ৩০টি স্টল অংশ গ্রহণ করে। মেলায় বিভিন্ন জাতের প্রাণি, পাখি, উন্নত জাতের ঘাস ও পশু খাদ্যের প্রদর্শন করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy