মারুফ হাসান(পাঁচবিবি)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম কৃষ্ণপুর ভেদলারমোড় বাজার এলাকা থেকে ৭৯ বোতল ফেনসিডিলসহ ইমতিয়াজ মাহমুদ মন্ডল (২৮) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে পশ্চিম কৃষ্ণপুর ভেদলারমোড় বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত, শীর্ষ মাদক ব্যবসায়ী ইমতিয়াজ মাহমুদ মন্ডল পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের আবু সুফিয়ান মন্ডলের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এস.এম ফজলুল হক দৈনিক সূর্যোদয়কে জানান, জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কৃষ্ণপুর ভেদলারমোড় বাজার এলাকায় ভারতীয় আমদানিকৃত নিষিদ্ধ ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন গোপন সংবাদে জয়পুরহাট র্যাব-৫ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৭৯ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইমতিয়াজকে হাতেনাতে আটক করে।
কোম্পানি কমান্ডার আরও জানান,আটককৃত ইমতিয়াজ অনেক দিন ধরে ভারত থেকে জয়পুরহাট সীমান্ত দিয়ে মাদক পাচার করে দেশের বিভিন্ন মাদক সিন্ডিকেটের কাছে সরবরাহ করে আসছিল। পরে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান জয়পুরহাট র্যাব-৫ এই কর্মকর্তা।
Leave a Reply