মারুফ হাসান(পাঁচবিবি)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ছোট্ট যমুনা নদীর বালুমহালের বালুকাটাকে কেন্দ্র করে দুই-গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ৮-৯ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২০ শে এপ্রিল) দুপুরে উপজেলার বাগজানা ইউপির গঙ্গাপ্রসাদ মৌজার ছোট্র যমুনা নদীর ঘটে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, উপজেলার বাগজানা ইউনিয়নের গঙ্গাপ্রসাদ মৌজায় ছোট্ট যমুনা নদী খননের কাজ চলছিল। সেখানে ইরি-বোরো ধানের ক্ষেত থাকায় এটম নামের স্থানীয় এক যুবক নদী খনন কাজের ভেকুর ড্রাইভারকে ধান ক্ষেতের পাশ থেকে নদী খনন বন্ধ করতে বলে। অতপর, নদী খনন বন্ধ না করলে ঐ যুবক ভেকুর ড্রাইভারকে মারধর শুরু করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের স্থানীয় ও বহিরাগত (ভাড়াটিয়া) যুবকরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে দুদফা সংঘর্ষে লিপ্ত হয়। এসংঘর্ষে বালু ব্যবসায়ী রাসেল, নিশি চন্দ্র, বায়োজিদ, সুমন, সাদ্দাম, সহ উভয় পক্ষের ৮-৯ জন আহত হয়।
এদিকে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতরা মহিপুর ও জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ সংঘর্ষের সত্যতা শিকার করেছেন বাগজানা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন।
এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিয়ন্ত্রন করে পরিস্থিতি শান্ত করা হয়। এবিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy