প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ১২:৩০ এ.এম
পাঁচবিবিতে বিজিপির অভিযানে ফেন্সিডিল ও ডেক্সন ট্যাবলেট উদ্ধার
নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরন ২৪ হাজার পিস ডেক্সন ট্যাবলেট উদ্ধার করেছে ক্যাম্পের বিজিবির সদস্যারা।
আটাপাড়া বিজিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সৈয়দ ফারুকুল ইসলাম দৈনিক সূর্যোদয় কে পণ্যগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,জেলার সীমান্ত ঘেঁষা পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে চোরাকারবারীরা মাদকসহ বিভিন্ন পণ্য পাচার
করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে আটাপাড়ার ভীমপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরন ডেক্সন নামে ২৪ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৫ লাখ টাকা হবে বলেও তিনি জানান।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ রফিকুল ইসলাম দৈনিক সূর্যোদয় কে বলেন,জয়পুরহাট সীমান্তকে চোরাচালান শুন্যের কোটায় আনতে ব্যাটালিয়নের সকল বিজিবি
সদস্যকে দিনরাত নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে তারা নির্দেশ মোতাবেক সর্বক্ষণিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy