মারুফ হাসান(পাঁচবিবি)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গত বুধবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।মামলার পরে রাতে অভিযান চালিয়ে ধর্ষক আবু সুফিয়ান (২৭) কে আটক করেছে পুলিশ।
আটককৃত হলেন,উপজেলার কুয়াতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দৈনিক সূর্যোদয়কে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব।
থানার মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই যুবক দীর্ঘদিন যাবৎ বিয়ের প্রলোভনসহ বিভিন্ন প্রকার কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় মেয়েটিকে সু-কৌশলে গত ২৫ মার্চ কুয়াতপুর গ্রামের জৈনক জোব্বার আলীর বাড়িতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ২৮ মার্চ দুপুরে পাঁচবিবি পৌর শহরের একটি কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে পুনরায় মেয়েকে অপহরণ করে একাধিকবার ধর্ষণ করে বলে এ মামলায় উল্লেখ করেন মামলার বাদী মেয়ের বাবা।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি)পলাশ চন্দ্র দেব জানান,ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করার পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতেই তাকে আটক করা হয়। আটকের পর সকালে তাকে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply