প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৫, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২১, ১:৫৫ পি.এম
পাঁচবিবিতে লিফলেট বিতরণের সময় শিবির নেতাসহ গ্রেপ্তার-৩
পাঁচবিবি,প্রতিনিধিঃ-
পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের মাঝে শিবিরের লিফলেট বিতরণকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জয়পুরহাটের পাঁচবিবি পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক আহম্মেদ উল্লাহ্ মুহিত সহ তার সাথে থাকা আরো ২ জনকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
সোমবার (১২ এপ্রিল) পাঁচবিবি পৌর শহরের পাঁচমাথা এলাকা থেকে বিতরণকৃত লিফলেট গুলো সহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দরগাপাড়া গ্রামের ওয়াজেদ হোসেনের ছেলে আহম্মেদ উল্লাহ মুহিত (২৫) দানেজপুর গ্রামের আনোয়ার হকের ছেলে আবির হোসেন (২২) ও একই এলাকার মদিনা মসজিদ গ্রামের আমিনুলের ছেলে সিয়াম (১৫)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র দেব জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান,শিবির সংগঠনের" আমাদের আহব্বান"লেখা লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করছে এমন সংবাদ পেলে লিফলেট গুলো সহ পুলিশ তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর বিষয়টি জেলা সুপারকে জানানো হয়।
এ বিষয়ে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন,তারা কি উদ্দেশে লিফলেট বিতরণ করছিল এ বিষয়ে তদন্ত চলছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy