পাঁচবিবি,প্রতিনিধিঃ-
করোনায় স্বাস্থ্যবিধি মেনে প্রতি বছরের মত (জয়পুরহাট-পাঁচবিবি) নির্বাচনী এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সামছুল আলম দুদু-এমপি।
সাংসদের নিজ বাড়িতে এসব ইফতার তৈরী করে নির্বাচনী প্রতিটি এলাকায় বিতরণ করে থাকেন। এবছরও পবিত্র রমজান মাসের প্রথম রোজা থেকে মাসব্যাপী ইফতার বিতরণের কার্যক্রম শুরু করেন তিনি।
সামছুল আলম দুদু-এমপি দৈনিক সূর্যোদয়কে বলেন, প্রতিদিন সাড়ে ৪’শ থেকে ৫’শ প্যাকেট ইফতার বিতরণ করা হয় এ কার্যক্রম মাসব্যাপী চলবে।
দেখা যায় প্রতিদিন আছরের নামাজ শেষে সাংসদ নিজে হাতে প্রতিটি রোজাদারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করছেন।
Leave a Reply