মারুফ হোসেন রোমেল,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের একটি গ্রামে সপ্তম শ্রেণির স্কুল পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী চাচা আনারুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।এঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানাগেছে, বুধবার বিকেলে ওই স্কুলছাত্রী তার ঘরে টিভি দেখছিল। মা-বাবা দু’জনেই বাড়ির বাহিরে থাকায় প্রতিবেশী চাচা আনারুল ইসলাম কৌশলে মেয়েটির ঘরে প্রবেশ করে জোর করে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি আত্মচিৎকার দিলে প্রতিবেশীরা ছুঁটে আসলে বখাটে চাচা আনারুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পরে মেয়েটির মা-বাবা বাড়িতে ফিরে বিষয়টি জানাতে পেয়ে পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে ওই রাতেই থানায় একটি লিখিত অভিযোগ করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন,ওই স্কুল ছাত্রীর পরিবার থানায় এসে লিখিত একটি অভিযোগ করে। অভিযোগ পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত আনারুল ইসলামের বাড়িতে পুলিশ গেলে তাঁর বাড়ির দরজায় তালাবদ্ধ দেখতে পায়। তিনি আরো বলেন এঘটনায় ধর্ষণের চেষ্টায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।