
নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৮০ বোতল ফেন্সিডিলসহ ৮ জন শীর্ষ মাদক কারবারিদের আটক করেছে পুলিশ।
প্রশাসনের মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রবিবার ভোরে উপজেলার আটাপাড়া সীমান্তের উত্তর গোপালপুর গ্রামের একটি আম বাগানের ভিতর দিয়ে চোরাই ভাবে ফেন্সিডিল পাচারকালে ৭৮০ বোতল ফেন্সিডিলসহ ৮ জন শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের আবু সালামের ছেলে সাদ্দাম হোসেন (২৮) ও সাহাজুলের ছেলে মেহেদী হাসান (২১), রামচন্দ্রপুর গ্রামের মফেল উদ্দিনের ছেলে আতাউর রহমান (২৫), মৃত-আশরাফ আলীর ছেলে তারেক (২১), ফরিদ আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৯) ও নাসির উদ্দিনের ছেলে গাজীউর রহমান (২২) এবং বাগজানার কুটাহারা গ্রামের মৃত-কছিম উদ্দিনের ছেলে ছোটন (২২) ও মৃত-মোফাজ্জল হোসেনের ছেলে নয়ন (৩০)।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাইদুর রহমান মাদক কারবারিদের আটকের বিষয়টি দৈনিক সূর্যোদয় কে নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply