মারুফ হোসেন রোমেল,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজির ৪ হাজার ৩’শ কেজি ওজনের ৯০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পাঁচবিবি উপজেলা প্রশাসন।
জয়পুরহাটের পাঁচবিবির পৌর এলাকার তৌহিদ ট্রের্ডাসের মালিক হাবিবুর রহমানের গোডাউনে অবৈধ্য ভাবে মজুত রাখা ৯০ বস্তা ৪ হাজার ৩’শ কেজি সরকারি চাল গুলো জাতীয় গয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে জব্দ করা করা হয়। উদ্ধারকৃত জব্দকৃত চালের মূল্য প্রায় এক লক্ষ ১৯ হাজার টাকা।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন, খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় গরীবদের জন্য যে চালগুলো বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে।
সেইসব চালগুলো অবৈধ্যভাবে ক্রয় করে মজুত করার অপরাধে তা উদ্ধার করে সরকারি গোডাউনে রাখা হয়। তৌহিদ ট্রের্ডাসের মালিকের বিরুদ্ধে জরিমানাও করা হয়েছে বলেনও তিনি জানান।
তৌহিদ ট্রেডার্সের গোডাউনে অভিযান সময়ে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল ও পাঁচবিবি এলএসডি গোডাউনের কর্মকর্তা শফিউল ইসলাম বিপ্লবসহ পুলিশ সদস্যরা।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..