আশিফুজ্জামান শরাফত :
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসি ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে নেমে আটকের পর পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন সেই ভুক্তভোগী যুবক সৈয়দ মো. মোস্তাকিম।
সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালতে মামলার আবেদন করা হয়। এতে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ও এসআই আবদুল আজিজ ছাড়াও অচেনা আরও পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। একই সময়ে বাদী মোস্তাকিমের জানমালের নিরাপত্তা চেয়ে বিশেষ আবেদন করা হয়।
বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান গণমাধ্যমকে জানান, মোস্তাকিমকে নির্যাতনের অভিযোগে ওসি মো. নাজিম উদ্দিন ও এসআই আবদুল আজিজের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। ভুক্তভোগী আদালতে জবানবন্দি দিয়েছেন। শুনানি শেষে আদালত আবেদন গ্রহণ করে সিআইডিকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৭ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১০ জানুয়ারি চমেক হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামেন কিডনি রোগী ও স্বজনরা। মায়ের ডায়ালাইসিস করাতে গিয়ে আন্দোলনে যোগ দেন মোস্তাকিম। একপর্যায়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১৫ জানুয়ারি জামিনে মুক্তির পর মোস্তাকিম অভিযোগ করেছেন, পুলিশি হেফাজতে তাকে নির্যাতন করা হয়। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন ওসি নাজিম উদ্দিন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy