পাঁচ কোটি টাকা মূল্যের প্রাচীন পাল আমলের শিবলিঙ্গ উদ্ধার
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কর্তৃক পাঁচ কোটি টাকা মূল্যের প্রাচীন পাল আমলের (সপ্তম শতাব্দীর) বৌদ্ধ সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘‘গৌরি পত্ত’’ ১ শত ৩ কেজি ওজনের একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে।
Surjodoy.com
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩ জানাই, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার ওমর আলী এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মে সকাল সাড়ে ৯ টায় নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার
The Daily surjodoy
আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামস্থ জনৈক ধন মুহাম্মদ এর বাড়ির উঠানের সামনে নির্মান কাজের সময় খননকালে প্রাচীন পাল আমলের (সপ্তম শতাব্দীর) বৌদ্ধ সভ্যতার পাঁচ কোটি টাকা মূল্যের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘‘গৌরি পত্ত’’ শিবলিঙ্গ যার দৈর্ঘ্য-৭৮ ইঞ্চি, ব্যাস ২৪ ইঞ্চি, ওজন-১ শত ৩ কেজি উদ্ধার করা হয়েছে।
The Daily surjodoy
প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক উক্ত নিদর্শনটি পরবর্তীতে মহাপরিচালকের দপ্তরে গ্রহণ করার নিমিত্তে একটি দল প্রেরণ করা হবে মর্মে মৌখিকভাবে জানানো হলেও প্রাথমিকভাবে নিদর্শনটি নওগাঁ জেলার ধামইরহাট থানার জিডিমূলে নওগাঁ জেলার বদলগাঁছী উপজেলার বৌদ্ধ বিহার পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর এর নিকট হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy