কাজী মোতাহার হোসেনঃ
একটি জনস্বার্থে পোস্ট সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাট পাংগাসী হাট ও বাজার, পানি নিশ্কাসনের জন্য নেই কোন ড্রেনেজ ব্যবস্থা, ফলে তৈরী হচ্ছে জলাবদ্ধতা, অত্র হাটে প্রবেশের দুই টা গলি ও হাটের ভিতরের গলিতে ড্রেন না থাকার কারনে, কাঁদা পানি জমে বিশ্রি অবস্থা যেন দেখার কেউ নেই, ফলে অত্র হাট বাজারে আসা লোকজনের ভোগান্তি চরমে, উল্লেখ্য যে শনি ও মংগলবার পাংগাসী হাট বসে এবং প্রতিদিন সকাল ও বিকাল বেলা নিয়মিত বাজার বসে, অত্র হাট বাৎসরিক প্রায় ২৫ লক্ষ টাকা ইজারা দেয়া হয, জনগনের প্রশ্ন বিপুল অংকের ইজারার হাট এমন হবে কেন,,?ইজারাদার কতৃপক্ষের নেই কোন দায়বদ্ধতা, তারা শুধু টাকাই চিনে, অপরিষ্কার অপরিছন্ন নোংরা দুর্গন্ধে ভরা এই হাট, যেম দেখা'র কেউ নেই, জনদুর্ভোগ চরমে, সরকারি বিধি মোতাবেক হাট ইজারার টাকার ২৫% সংশ্লিষ্ট হাটের উন্নয়ন কল্পে ব্যয় করা হয়, স্হানীয় সরকারের অধীনে, কিন্তু হাটের কোন উন্নয়ন সংস্কার করা হয় নাই, অত্র হাটের ভিতরে গলি ও হাটে প্রবেশপথ দুই টা তে গভীর ড্রেন নির্মাণ করা অতি জরুরি, উক্ত বিষয়টি ড্রেনেজ ব্যবস্থার জন্য স্হানীয় চেয়ারম্যান সাহেব বার বার বলা সত্ত্বেও ড্রেন নির্মাণ করা হয় নাই, যার ফলে হাট বাজার করতে আসা লোকজনের চরম কষ্ট করতে হয়, এলাকার জনগনের দাবী অত্র হাটের ভিতরে ৩ তিন টা গলি ও প্রবেশপথ গলি ২ দুই টার পাকা ড্রেন নির্মাণ করা অতি জরুরি, এটা এখন সার্বজনিন দাবী, ড্রেন নির্মাণ করতে হবে, উক্ত সমস্যা নিরসন কল্পে জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তদন্ত পূর্বক অত্র হাট পাংগাসী হাটের ভিতরে ও বাহিরে গলিতে পাকা ড্রেন নির্মাণ করতঃ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ করছি, বিষয় টি অতিব গুরুত্বপূর্ন ও জরুরি। জনস্বার্থে পোস্ট টা শেয়ার করুন প্লিজ,
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy