শাহরিয়ার কবির, পাইকগাছা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামের ক্ষতিগ্রস্ত নিমাই রায় ও সুধা রায় দাম্পত্য পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি সদস্য পলাশ কান্তি রায়, পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল ও মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর ১ লা নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ৯টায় বৈদ্যুতিক সর্ট-সার্কিটে অগ্নিকাণ্ডে দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামের নিমাই রায় ও সুধা রায় পরিবারের একমাত্র বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
পাইকগাছার দেউ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও ইউএনও মমতাজ বেগম।