পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় অগ্নিকান্ডে আবাসনে বসবাসরত দুটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ দুটি পরিবারকে পূর্নবাসনের জন্য উপজেলা পরিষদ থেকে আর্থিক সহায়তার আশ^াস দিয়েছেন স্থানীয় প্রশাসন। গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু জানান শুক্রবার রাত ৯টার দিকে ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন গাংরখী আবাসনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে আবাসনের বাসিন্দা সুফিয়া বেগম ও খালেদা বেগমের দুটি বসতঘর ও বসতঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থলে যায় এবং ক্ষতিগ্রস্থ দুটি পরিবারকে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করি। পাশাপাশি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করি।
এব্যাপারে ইউএনও মমতাজ বেগম জানান দুটি বসতঘর পুড়ে যাওয়ায় আবাসনে বসবাসরত দুটি নারী পরিবার অসহায় হয়ে পড়েছে। পুর্নবাসনের জন্য তাদেরকে উপজেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy