পাইকগাছায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছে। নভেম্বর ২০২৩ হতে ২০২৪ সালের ২১ শে অক্টোবর পর্যন্ত ৭৪ টি সড়ক দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটেছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোমবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় নিরাপদ সড়ক চাই নিসচা পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার এমন চিত্র তুলে ধরা হয়। গত এক বছরের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার বলেন সুষ্ঠ ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, সড়ক আইন বাস্তবায়ন না হওয়া, বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা, অদক্ষ চালক নিয়োগ করা, ফিটনেস বিহীন গাড়ি চালানো, হেলমেট ব্যবহার না করা, ট্রাফিক আইন না মানা, সচেতনতা, প্রশিক্ষণ ও রাজনৈতিক স্বদিচ্ছার অভাবে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। তিনি বলেন বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় অত্র উপজেলায় ১৪ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছে। নিহতরা হলেন আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের মাসুম সানা (২৬), পাইকগাছার মঠবাটী গ্রামের আজিজ দফাদার (৫৬), গজালিয়া গ্রামের ফজিলা বেগম(৬০), লক্ষীখোলা গ্রামের আছিয়া(৫৫), মেছের সরদার (৫২), মৌখালীর খায়রুল ইসলাম (৩৫), ডেমশাখালীর রঘুনাথ মন্ডল, শাহপাড়ার ইসমাইল (৩০), গড়ইখালীর মাহবুব গাইন (২৬), পৌরসভার রিয়াদ(২২), কাশিমনগরের রাধিকা দেবনাথ (৩০) ও কয়রার ৩ জন। নিসচা'র সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, নিসচা সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম, এন ইসলাম সাগর ও কৃষ্ণ রায় সহ সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য ২০২৩ সালে অত্র উপজেলায় ৫৪ টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ৪৮ জন আহত হয়। বিগত বছরের তুলনায় এবছর দুর্ঘটনা এবং মৃত্যু হার বেশি ছিল
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy