পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, চিত্রাংকন ও ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন দিনব্যাপি এ কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহকারী কমিশনার (ভ‚মি) আরাফাত হোসেন, ওসি জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু।
উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, খালেকুজ্জামান, সেলিনা পারভীন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ^াস, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, রেড ক্রিসেন্ট কর্মকর্তা শাহদাৎ হোসেন রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, শিক্ষার্থী অহনা রহমান ও সাজেদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ।