পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় আবারও ওএমএস ডিলারের বিরুদ্ধে ওজনে কম এবং অতিরিক্ত দামে চাউল বিক্রি সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ডিলারের বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়েছে। অপরদিকে খাদ্য কর্মকর্তার পক্ষ থেকে সংশ্লিষ্ট ডিলার সুভাষ সরকারকে শোকজ করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পাইকগাছা পৌরসভার কয়েকটি পয়েন্টে ওএমএস কর্মসূচির আওতায় মাথা পিছু ৫ কেজি করে ৩০ টাকা কেজি দরে চাউল বিক্রয় করছে সরকার। কিন্তু সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন সময়ে বিভিন্ন ডিলাররা নানা অনিয়ম করছে একাধিকবার এমন অভিযোগ পাওয়া গেছে।
অনিয়ম ঠেকাতে প্রশাসনও রয়েছে কঠোর অবস্থানে। ইতোপূর্বে অনেক ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে মঙ্গলবার থানা সংলগ্ন পয়েন্টের ডিলার সুভাষ সরকার মাথা পিছু ৫ কেজির স্থলে কানজি লাল ভদ্র নামে এক ব্যক্তির নিকট ৩০ কেজি চাল বিক্রয় করে।
সংশ্লিষ্ট ডিলার ক্রেতা কানজি’র নিকট একদিকে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ৬ জনের চাল ১ জনের নিকট বিক্রয় করে, অপরদিকে ৩০ কেজি চালে ওজনে কম দেয়, পাশাপাশি সরকারি মূল্যের চেয়েও অতিরিক্ত মূল্যে তার নিকট বিক্রয় করে।
বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভ‚মি) আরাফাত হোসেন সংশ্লিষ্ট ডিলারের বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে ৩০ কেজি চাল জব্দ করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, খাদ্য দপ্তর থেকে সংশ্লিষ্ট ডিলারকে শোকজ করে ১ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
জবাব সন্তোষ জনক না হলে ডিলারের লাইসেন্স বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানিয়েছেন।