শাহরিয়ার কবির,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া আসামীকে ৪ ঘন্টার মাথায় পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানাগেছে, রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে উপজেলার বিরাশী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৮) কে আটক করে থানা পুলিশ।
পরে পুলিশ তাঁকে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশ ভ্যান যোগে থানায় নিয়ে আসছিল। পথিমধ্যে পৌর সদরের পোস্ট অফিস মোড় পৌঁছালে আসামী মনিরুল হ্যান্ডকাপসহ পুলিশ ভ্যান থেকে লাফিয়ে পালিয়ে যায়।পরে অনেক খোঁজাখুজির পর রাত ১০:৪০ টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালীর ওয়াপদা রোড থেকে তাঁকে। স্থানীয়দের সহযোগিতায় পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম জানান, আসামী একটি ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে মনিরুলকে গ্রেফতার করা হয়।পুলিশ ভ্যান যোগে থানায় আনা হচ্ছিল।থানার কাছাকাছি পৌরসভার পোস্ট অফিস মোড়ে পৌঁছলে পুলিশ ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামী মনিরুলকে ৪ ঘন্টা মাথায় বাতিখালী এলাকা থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
সরকারি হেফাজত থেকে পলায়ন করার অপরাধে আসামী মনিরুলের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। থানার এএসআই নাসির উদ্দীন বাদী হয়ে থানায় মামলাটি করেছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy