পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সংসদ সদস্য(পক্ষে), মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, লোনা পানি গবেষণা কেন্দ্র, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পল্লীবিদ্যুৎ সমিতি, পাইকগাছা প্রেসক্লাব, বাংলাদেশ মফ¯^ল সাংবাদিক ফোরাম, আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটি, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিভার্স্যাল এডাস স্কুল ও বর্ণমালা স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে “স্মার্ট বাংলাদেশের ¯^প্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখে সমৃদ্ধির ¯^প্নে রঙিন” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা, কেক কাটা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বক্তব্য রাখেন মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী পুলিশ সুপার ফারুক সরদার, সহকারী কমিশনার ভ‚মি আরাফাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি জিয়াউর রহমান, ওসি তদন্ত রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ইমান উদ্দিন, প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ দে, খালেকুজ্জামান, শিক্ষক রতেœশ^র সরকার, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, শিক্ষার্থী সাজেদুর রহমান ও হিতৈষী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম।
অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy