খুলনা প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় কেয়ারটেকার কতৃক"রাড়ুলী ও কাটিপাড়া সামাজিক বনায়ন'র"৪৫ জন উপকারভোগীদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার রাড়ুলী কলেজিয়েট থেকে শালিখার ব্রীজ পর্যন্ত কপোতাক্ষ নদের তীরে ৬ কিলোমিটার সামাজিক বনায়ণ করা হয়েছে।২০১৫ সালে সরকারী নীতিমালা অনুযায়ী বনবিভাগ উপকারভোগীদের চুক্তি করার পর তারা এ বনায়ন সৃজন করেন। যার উপকার ভোগীর সংখ্যা ৪৫ জন। সামাজিক বনায়নের সভাপতি আজগর আলী বলেন, কপোতাক্ষ নদ খননের পর গড়ে উঠা চরভরাটে প্রায় ৬ কিলোমিটার জায়গায় আমরা নিম,বাবলা ও আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে বনায়ন করি। যার কেয়াটেকার সুন্দর আলী।সে প্রায় চুরি করে গাছ কেটে নেয়। ফলে উপকারভোগীদের সাথে তার বিরোধ দেখা দেয়। এ নিয়ে তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। যাতে তিনি জেল হাজত খাটেন। এদিকে সুন্দর আলী উপকারভোগীদের বিরুদ্ধে বনায়ণের রেকর্ডীয় জমির মালিকানা দাবী করে সম্প্রতি রাড়ুলি ইউপি চেয়ারম্যান ও থানায় অভিযোগ করেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সার্ভেয়ার দ্বারা জরিপ করে প্রতিবেদন দেন। যাতে উল্লেখ করা হয় সরকারী ভিপি সম্পত্তিতে বনায়ন হয়েছে। আবেদনকারীর রেকর্ডীয় সম্পত্তির সাথে কোন মিল নেই। উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় বলেন,সরকারী চরভরাটি জায়গায় সামাজিক বনায়ন করা হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম উপকারভোগীদের গাছের ডালপালা কেটে ফেলে ও ঘনত্ব কমিয়ে তালের চারা লাগানোর লিখিত আদেশ দিয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy