রাজু মন্ডল, পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় মন্দিরের টাকা আত্মসাৎ করায় দু’জনের বিরুদ্ধে ইউএনও দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার স্মরণখালী সার্বজনীন দুর্গা পূজা মন্দিরের উন্নয়নকল্পে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ১৫ হাজার বরাদ্দ হয়। উক্ত টাকা মন্দির কমিটির ব্যক্তিদের স্বাক্ষর জাল করে ভুয়া রেজুলেশন দেখিয়ে উপজেলার স্মরণখালী গ্রামের গৌতম বাছাড় ও দিনেশ সরদার উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন মন্দির কমিটির সভাপতি বকুল বাছাড় ও সম্পাদক সুকুমার বাছাড় উপজেলা নির্বাহী অফিসার দপ্তর লিখিত অভিযোগ দায়ের করে।
উক্ত টাকা আদায় ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সভাপতি ও সম্পাদক জোর দাবী জানিয়েছেন। এ ব্যাপারে গৌতম বাছাড় জানান, উক্ত টাকা দিয়ে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি।
Leave a Reply