পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, ওসি জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ^াস, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, আজহার আলী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহমেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ। সভায় পদ্মা সেতুর সুফল পেতে ঢাকাগামী পরিবহনের রুট পারমিট, সাংবাদিকদের নামে মামলা সংক্রান্ত, নদী দখলমুক্ত, মাদকের অপব্যবহার, শব্দ দূষণ রোধ ও চিংড়ি ক্লাস্টার সহ নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।