ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
রাজনৈতিক টানাপোড়নের কারণে ২০১৩ সালের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সিরিজ হয়নি। তবে বৈশিক টুর্নামেন্টে একে অপরের বিপক্ষে আবারো মাঠে নামতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ অক্টোবর মুখোমুখি হচ্ছে দু’দল। এই ম্যাচে দুই দলের রণকৌশল কেমন হতে পারে- তা নিয়ে এরইমধ্যে শুরু হয়ে গেছে বিশ্লেষণ। পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ তারকাখচিত ভারতের বিপক্ষে তার দেশের জয়ের ভালো সুযোগ দেখছেন। এজন্য চাপমুক্ত থেকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে বললেন বাবর আজমদের।
মিয়াঁদাদের পরামর্শ, ‘টুর্নামেন্টে অনুপ্রাণিত থাকতে ভারতের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। তারা শক্তিশালী দল এবং বেশ কয়েকজন শীর্ষ খেলোয়াড় আছে। কিন্তু আমরা যদি ভয়ডরহীন ও চাপমুক্ত হয়ে ক্রিকেট খেলতে পারি এবং প্রত্যেকে নিজের কাজটা করে তাহলে তাদের হারাতে পারি।’
মিয়াঁদাদের বিশ্বাস, দলগত প্রচেষ্টায় এবারের আসরে ভালো করার সামর্থ্য পাকিস্তান দলের আছে। তিনি বলেছেন, ‘অনেকের মতে টি-টোয়েন্টি ফরম্যাটে একজন বা দুজন খেলোয়াড় ম্যাচ জেতাতে পারে, কিন্তু আমি মনে করি এই ফরম্যাটে দলকে জেতাতে প্রত্যেকেরই কোনো না কোনোভাবে অবদান রাখতে হবে।’
শুধু বাবরের ওপর দল নির্ভরশীল থাকা উচিত হবে না বললেন মিয়াঁদাদ, ‘এই ফরম্যাটে ২০ রানেরও একটা ছোট্ট ইনিংস কিংবা রান আউট অথবা ভালো একটি ওভার ম্যাচ জেতাতে পারে। তাই প্রত্যেককে অবদান রাখতে হবে।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy