শামীম সরকার নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় উপজেলা পরিষদ চত্বর। এতে মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ দু’গ্রুপের আহত হয়েছেন অন্তত ১০ জন নেতাকর্মী।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া কে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ করা হয়। দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতেও দেখা গেছে। এর কিছুক্ষণ পর দুপুর ১২ টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-কিশোরগঞ্জ রোডে চলাচলকারী অনন্যা পরিবহন নামের এক যাত্রীবাহী বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাসটি পুড়ে যায়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ সাবেক আইজিপি নূর মোহাম্মদের কর্মী সমর্থক ও সাবেক সাংসদ এডভোকেট সোহরাব উদ্দিনের কর্মী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর আগেও এই দু’পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি নূর মোহাম্মদ ও তার অনুসারীদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করে চলে যান। পরে সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট সোহরাব উদ্দিন ও তার সমর্থকরা ফুল দিতে আসলে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় ঘণ্টাব্যপী চলা এ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বর।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ্ উদ্দিনসহ ২ জন মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বর্তমানে উপজেলা পৌরশহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy