জেসমুল হোসেইন শুভ, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মদিনাতুল উলুম ডি.এস মহিলা আলিম মাদ্রাসায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে অনিয়মের অভিযোগে ২ শিক্ষক'কে বহিষ্কার করেছেন কেন্দ্র সচিব ।
মঙ্গলবার (৩মে) সকালে মদিনাতুল উলুম ডি.এস মহিলা আলিম মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন সময়ে, কেন্দ্রের দুই নং কক্ষে থাকা দায়িত্বরত দুই শিক্ষক একসাথে পরীক্ষার কক্ষ থেকে ওয়াশরুমে যায়। এতে এসএসসি পরীক্ষার নীতিমালা লংঘন হয়েছে। এই অভিযোগে দুজন শিক্ষককে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের উপস্থিতিতে বরখাস্ত করেছেন ঐ কেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্র সচিব মোঃ সাইদার রহমান।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন, রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আউলিয়ার হাট দাখিল মাদ্রাসা এবং আবুল কালাম, সহ-সুপার বাউরা দাখিল মাদ্রাসা।
নিউজ প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত বহিষ্কৃত শিক্ষক আবুল কালামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। এদিকে বহিষ্কৃত অপর শিক্ষক রফিকুল ইসলাম জানান, আমি কেন বহিষ্কার হবো? আমি বহিষ্কার হইনি।
এবিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব সাইদার রহমান জানান, পরীক্ষার নিয়ম-নীতি ভঙ্গ করে একসাথে দুজন ওয়াশরুমে যাওয়ার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহমুদুল হাসান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy