প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২০, ৭:৩৮ পি.এম
পাটগ্রামে জমি নিয়ে বিবাদ যুবকের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি.
লালমনিরহাট জেলার পাটগ্রামে জমি নিয়ে বিবাদে আব্দুল খালেক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আব্দুল খালেক উপজেলার বাউরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোতাহার হোসেন বাজার এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে। খালেক পেশায় একজন কৃষক। আজ সোমবার, ৩০ নভেম্বর দুপুর ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর পূর্বে শুক্রবার, ২৭ নভেম্বর সকাল ১১টার দিকে ছোটভাই ওয়াজেদ অালীর সাথে আব্দুস সাত্তারের জমি নিয়ে বিবাদ হয়। দুই ভাইয়ের বিবাদের মধ্যে ছোট ভাইয়ের ছেলে রবিউল,সিরাজুল,রেজাউল,সাফিউল ও বড় ভাইয়ের ছেলে অাব্দুল মালেক ও অাব্দুল খালেক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে প্রতিপক্ষের আঘাতে আব্দুল খালেক মাথায় আঘাত পায়। পরে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসার জন্য নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অাজ সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালেকের মৃত্যু হয়। জানা গেছে, শুক্রবার মারপিটের পর ওইদিন মধ্যরাতে ওয়াজেদ আলীর বাড়ি রেইড দিয়ে ওয়াজেদ অালীর তৃতীয় ছেলে রবিউলকে ধরে নিয়ে যায় পাটগ্রাম থানা পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য শাহিদুল ইসলাম বব্দুল খালেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাটগ্রাম থানার অফিসার ইন চার্জ সুমন কুমার মোহন্ত জানিয়েছেন, মৃত চআব্দুল খালেকের বাবা আব্দুস সাত্তার থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় একজন আটক অআছেন। সাতজন জামিনে আছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy