রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় গত ৫ দিন থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ প্রদান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) রাত ১০ টায় পাটগ্রাম পৌর শহরের রেল গেট এলাকায় বিদ্যুতের দাবিতে এ অবরোধ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধকালে রেল গেট এলাকায় গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার লোকজন জানান, দুই উপজেলায় বিদ্যুতের লোড শেডিংয়ে তারা অতিষ্ট হয়ে ওঠেছে। ভোর রাতে বিদ্যুৎ থাকলেও সকাল হলেই বিদ্যুৎ থাকেনা। গত এক মাস ধরে দুই উপজেলার মানুষ ভোগান্তিতে পড়েছি। এতে দুই উপজেলার মানুষের ব্যবসা বাণিজ্য স্থবির, পড়ালেখা বিঘ্নসহ জনজীবনে চরম ভোগান্তি পড়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মোহন্ত জানান, সড়ক অবরোধ এলাকায় পৌঁছে এলাকাবাসীর দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ এর বিদ্যুৎ প্রকৌশলী আব্দুল মতিন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy