এ,এইচ,এম তারেকুজ্জামান ফাইন প্রধান পাটগ্রাম প্রতিনিধি
ভোররাত চারটার দিকে পাটগ্রাম উপজেলা ও দহগ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে মৃত ব্যক্তিরা হলেন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামের জহর উদ্দিনের ছেলে রাকিব হোসেন (২৪) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮),দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন বলেন, আজ ভোররাতের দিকে ইউনিয়নের ইসলামপুর গ্রামের রাকিব, জাহিদুল, শফিকুল ও বাচ্চা মিয়া ওই ইউনিয়নের সাকোয়া নদীতে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রাকিব ও জাহিদুল মারা যান। এ সময় সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি বাচ্চা ও শফিকুল গুরুতর আহত হন। পরে আহত দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় ব্যক্তিরা। পরে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওই দুই ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এছাড়াও পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক এ,এইচ,এম সালাউজ্জামান ফারুক প্রধান এর বাস ভবন পৌরসভা ১ং ওয়ার্ড বজ্রপাতের শব্দে তিনি আহত হন এবং তার বাসার সোলার প্যানেল এর ব্যাটারি বিস্ফোরণ হয়।