এ,এইচ,এম তারেকুজ্জামান ফাইন প্রধান লালমনিরহাট জেলা প্রতিনিধি:-
লালমনিরহাটের পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এক উপ পরিদর্শক সহ (এসআই) তিনজন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এস,আই স্ত্রীরও করোনা ভাইরাস শনাক্ত হয়েছ। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃকেএম তানজির আলম।
তিনি জানান, সব মিলিয়ে উপজেলায় করোনা আক্রান্ত সংখ্যা ৬৮ জন। পুরুষ ৫১ জন ও নারী ১৭ জন। করোনা আক্রান্ত স্ব্যাস্থ্যকর্মীর সংখ্যা ৭ জন। এ রোগ থেকে সুস্থ হয়েছে ১৫ জন । মৃত্যু হয়েছে ১ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৫২ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করেছে ৪৪২ জনের । নমুনার ফলাফল এসেছে ৩৮৮ জনের।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩০ জুন আক্রান্তদের নমুনা পাঠানো হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে পরীক্ষার পর মঙ্গলবার সন্ধ্যায় ৩ জনের করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয় জেলা স্বাস্থ্য বিভাগকে। নতুন শনাক্ত হওয়ার মধ্যে রয়েছে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত, থানার উপ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম ও তারঁ স্ত্রী। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ বলেন, করোনা আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়াও আমরা তাদের নিয়মিত খোজখবর নিচ্ছি।এ বিষয়ে পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক বলেন,‘ থানার ওসি ও এক এসআই গত ৩০ জুন করোনা পরীক্ষার নমুনা পরীক্ষা করতে দেন। নমুনা দেওয়ার দুইদিন আগে থেকে তাঁরা হোম আইসোলেশনে রয়েছে। গত মঙ্গলবার রাতে তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy