প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২১, ১০:৫৯ পি.এম
পাটে ভালো দাম পাচ্ছেন কৃষক
আমান উল্লাহ প্রতিবেদকঃ
চলতি মৌসুমে পাটের ভালো দাম পাওয়ায় খুশি চাটমোহরের চাষিরা। উপজেলাসহ চলনবিল অঞ্চলের বিভিন্ন হাট-বাজারে বর্তমানে প্রতি মণ তোষা পাট বিক্রি হচ্ছে ৩ হাজার ১০০ থেকে ৩ হাজার ৩০০ টাকায়।
আর দেশি পাট বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। কৃষকরা জানায়, প্রতি বিঘা জমিতে পাট উত্পাদনে ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে।
ফলন হয়েছে ৮ থেকে ১০ মণ। এতে প্রতি মণ পাটে গড়ে দেড় হাজার টাকার মতো লাভ হচ্ছে। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মাসুমবিল্লাহ জানান,
চলতি মৌসুমে উপজেলার ৮ হাজার ৭২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ফলন ভালো হয়েছে। বাজারে পাটের দামও ভালো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy