সমুদ্রে ইলিশ আহরণ ২২ দিনের নিষিদ্ধ সময়ে জেলেদের মানবিক কর্মসূচির আওতায় বরগুনার পাথরঘাটার রায়হানপুরের ৬৪২ জন জেলে পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ (চাল) বিতরণ ও নতুন জেলেদের মিষ্টি খাওয়ানো হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৬৪২ জন জেলেকে ২৫ কেজি করে মোট ১৬ হাজার ৫০ কেজি চাল বিতরণ করা হয়।
এ সময় ৬৪২ জেলের মধ্যে নতুন ৩৯৮ জেলেকে, জেলে পেশায় যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মিষ্টি খাওয়ানো হয়।
অনুষ্ঠানে রায়হানপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মইনুল ইসলামের সভাপতিত্বে বক্তাব রাখেন ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান সোহাগ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার সুনীল বাবু , বীর মুক্তিযোদ্ধা বৃন্দ রায়হানপুরের সকল ইউপি সদস্য বৃন্দ । পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে। তাই এ সময় জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে। এবং রায়হানপুর ইউনিয়নের নতুন ৩৯৮ জন জেলে এ পেশায় যুক্ত হয়েছে তাই তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আগামী দ্যাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগকে ভোট দেয়ার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy