তৌহিদুল ইসলাম সরকারঃ
ময়মনসিংহের-নান্দাইলে, জাহাঙ্গীরপুর ইউনিয়ানের দক্ষিণ জাহাঙ্গীরপুর বাজারে কোরবানীর চামরার হাটে ক্রেতা না থাকায় বিক্রেতারা হতাশায় পরে ঘোরপাক খাচ্ছে।এই সংবাদ জন সাধারনের মুখে মুখে ছড়িয়ে পরলে গ্রামের কিছু সাধারণ মানুষ চামরা ক্রয় করে, ১ লক্ষ থেকে দের লক্ষ টাকা গরুর চামরা মাএ, ১৫০থেকে ২৫০ টাকা দরে ক্রয় করে বেশি মুনাফা পাওয়ার আশায় পরে দেখা গেল,এই গ্রাম্য ক্রেতারাও বিপাকে তারাও বিক্রি করতে পারছে না।পরবর্তী পার্শবর্তী হোসেনপুরের রাজন নামের এক ক্রেতা চামরা ক্রয় করে বলেন বিক্রতাদের মুক্ত করলাম তবে আমার লাব লছের মালিক আল্লাহ।অথচ ক্রেতা ও বিক্রেতারা আরো মন্তব্যে করে বলেন,দেশের চামরা শিল্পে ১২টা বাজিয়ে গরীবের পেটে লাথি মারা হয়েছে। অথচ চামরার তৈরী জিনিসপএ কিনতে গেলে তার দাম আগের তুলনায় অনেক বেশি।
Leave a Reply