তৌহিদুল ইসলাম সরকারঃ
ময়মনসিংহের-নান্দাইলে, জাহাঙ্গীরপুর ইউনিয়ানের দক্ষিণ জাহাঙ্গীরপুর বাজারে কোরবানীর চামরার হাটে ক্রেতা না থাকায় বিক্রেতারা হতাশায় পরে ঘোরপাক খাচ্ছে।এই সংবাদ জন সাধারনের মুখে মুখে ছড়িয়ে পরলে গ্রামের কিছু সাধারণ মানুষ চামরা ক্রয় করে, ১ লক্ষ থেকে দের লক্ষ টাকা গরুর চামরা মাএ, ১৫০থেকে ২৫০ টাকা দরে ক্রয় করে বেশি মুনাফা পাওয়ার আশায় পরে দেখা গেল,এই গ্রাম্য ক্রেতারাও বিপাকে তারাও বিক্রি করতে পারছে না।পরবর্তী পার্শবর্তী হোসেনপুরের রাজন নামের এক ক্রেতা চামরা ক্রয় করে বলেন বিক্রতাদের মুক্ত করলাম তবে আমার লাব লছের মালিক আল্লাহ।অথচ ক্রেতা ও বিক্রেতারা আরো মন্তব্যে করে বলেন,দেশের চামরা শিল্পে ১২টা বাজিয়ে গরীবের পেটে লাথি মারা হয়েছে। অথচ চামরার তৈরী জিনিসপএ কিনতে গেলে তার দাম আগের তুলনায় অনেক বেশি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy