অনিক:
বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের ভারপ্রাপ্ত মহাসচিব এস. এম. রেজাউল করিম আমাদের সংবাদাতাকে জানান বর্তমান করোনা দুর্যোগে মহানগরে, পানির দাম ওয়াসা কর্তৃক ২৫% বৃদ্ধির সিদ্ধান্ত ও গত ৩ মাসের একত্রিত ভুতুরে বিদ্যুৎ বিল করোনা মহামারির কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত সাধারণ নাগরিকরদের জন্য মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের ভারপ্রাপ্ত মহাসচিব এস. এম. রেজাউল করিম। আজ ২৪ জুন ২০২০ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। তিনি বলেন, “সাম্প্রতিক ওয়াসার ২৫% অযৌক্তিক ও অনৈতিক। যদিও মহামান্য হাইকোর্ট মূল্য বৃদ্ধিতে নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু তারপর সাধারণ মানুষ আতঙ্কে আছেন। পানির মান বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা গড়ে না তুলে দফায় দফায় মূল্য বৃদ্ধি অনৈতিক। ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে পানির মান উন্নত না করে বিল নেয়া একটি অপরাধ।” তিনি আরো বলেন, “গত মাসের বিদ্যুৎ বিল একত্রে পরিশোধ করতে বলা হয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় ভুতুরে বিদ্যুৎ বিল এসেছে। বাস্তবতার সাথে যার কোন মিল নেই। কিন্তু মানুষ কোন সমাধান পাচ্ছেন না। বিভিন্ন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার না করা হলেও পূর্বের চেয়ে বেশি বিল আসার অভিযোগ পাওয়া গেছে। যা খুবই দুঃখজনক।” সাধারণ নাগরিক সমাজের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমরা সরকারের কাছে আহ্বান জানাবো পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। একই সাথে যাদের ভুতুরে বিল এসেছে তাদের সমস্যা জরুরি ভিত্তিতে সমাধান করা হোক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy