ইদ্রিস আলী খাগড়াছড়ি থেকে :
শেখ রাসেল দীপ্ত জয়েলার্স অদম্য আত্মবিশ্বাস এ প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্ম বার্ষীকী ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়। ১৮ অক্টোবর সোমবার ভোরে শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজির সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন এর সঞ্চলনায় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়‚ন মোর্শেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, সাধারণ সম্পাদক সুভাষ চাকমা বলেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট এক অভিশপ্ত ভোরে শেখ রাসেলকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয। তার বক্ষভেদ করেছে তপ্ত বুলেট।কলিতেই ঝরে গেল একটি ফুল। একটি সম্ভাবনাময় জীবন। ফুটতে পারলো না সে। তার আলোয় আলোকিত হতে পারতো বাংলাদেশ। সভাপতির বক্তব্যে এম হুমায়‚ন মোর্শেদ খান বলেন, শেখ রাসেল আমাদের আবেগ, আমাদের অনুভ‚তির শেখ রাসেল নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যেখানে রাজনৈতিক প্রতিহিংসায়ে কোন ছোট্ট শিশু কে জীবন দিতে হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy