''ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল ক্রীড়াই জাতির মনোবল'' খেলাধুলার এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন তার আওতাধীন এলাকার পাহাড়ি জনপদে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নানিয়ারচর জোনের দায়িত্বপূর্ণ এলাকার বুড়িঘাট স্পোর্টিং ক্লাব একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে নানিয়ারচর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (প্রস্তাবিত) টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)।
বুড়িঘাট স্পোর্টিং ক্লাব সভাপতি মোস্তফা খাঁনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট মামুন ভুঁইয়া উপস্থিত ছিলেন।
ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ শাহিন আলমের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা ও বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, উপজেলা ক্রীড়া সংস্থ্যার সাধারণ সম্পাদক রিপন দাশ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে খেলাধুলাসহ জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে এবং যে কোনো প্রয়োজনে নানিয়ারচর জোন সর্বদা কাজ করে যাবে। এছাড়াও নির্ভীঘ্নে এবং সুষ্ঠুভাবে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় জোন কর্তৃক সামগ্রিকভাবে সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জোন অধিনায়ক আশ্বাস প্রদান করেন।
ঈগল স্পোটিং ক্লাব বনাম মামা ভাগিনা ক্লাবের মাঝে অনুষ্ঠিত ফুটবল ট্যুর্ণামেন্টের ফাইনালে দুই শুন্য (২/০) গোলে চ্যাম্পিয়ন হয় ঈগল স্পোটিং ক্লাব।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরষ্কার বিতরণ করেন।
প্রধান অতিথি এসময় নানিয়ারচর জোনের পক্ষ থেকে সৌজন্য উপহার হিসেবে হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি রঙিন এলইডি টেলিভিশন প্রদান করেন।
এর আগে বুড়িঘাট স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ অতিথিদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy