প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২১, ৭:৩১ পি.এম
পাহাড়ে নারীদের কর্মমুখর জীবন

মাসুদ রানা জয়, পার্বত্যচট্রগ্রাম ব্যুরোঃ
পার্বত্য খাগড়াছড়ি জেলায় বসবাসকারী পাহাড়ী নারীরা প্রতিনিয়ত কর্মমুখর সময় কাটিয়ে থাকেন। অল্প বয়সের নারী থেকে শুরু করে বৃদ্ধ নারীরাও সারাদিন কোন কোন কাজে ব্যস্থ থাকেন। জুম চাষ করা, ফসল কাটা, বাজার করা,
উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করা, কাপ্তাই লেকে ডিংগি নৌকা চালানো, শীত নিবারণের জন্য চাদর তৈরি করা, ঘরের আঙ্গীনায় বসে সুঁতোয় চরকা কাটা সব কাজই পাহাড়ী নারীরা অবলিলায় করে থাকেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা, গুইমারা, পানছড়ি, মানিকছড়িসহ জেলার সব উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ী নারীদের একইভাবে কর্মমুখর সময় কাটাতে দেখা যায়।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম জানান, পাহাড়ী নারীরা অত্যন্ত পরীশ্রমী। পাহাড়ী একজন নারী দৈনিক যে কাজ করেন ৫জন বাঙ্গালী পুরুষও সেই করতে পারবেন না বলে তিনি মন্তব্য করেন। ভাইস
চেয়ারম্যান হাছিনা বেগম আরো বলেন ভোর ৫টা থেকে নারীরা পাহাড়ে গভীর জঙ্গলে কাজে লেগে যান। বাগান পারিস্কার করা, কলার ছড়া কেটে আনা, মাথায় ঝুঁড়ির সাথে বেঁধে কলা নিয়ে বাজারে বিক্রি করতে যাওয়া সব কাজই পাহাড়ের নারীরা করে থাকেন।
এসব কাজের পাশাপাশি ঘরের রান্না বান্না করার কাজতো আছেই। যেদিন পাহাড়ে কোন কাজ থাকেনা সেদিন ঘরের আঙ্গীনায় বসে চাদর তৈরি করেন অথবা চাদর তৈরির জন্য সুঁতোয় চরকা কাটেন।
নারীরা কিন্তু লেখাপড়ায়ও অনেক এগিয়ে আছেন। লেখাপড়া শিখে পাহাড়ের অনেক নারী এখন সরকারী কর্মকর্তা হিসেবে কাজ করছেন। অনেকে স্কুলে চাকরী করছেন, কেউ কেউ ব্যাংক, বেসরকারী সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
কর্মতৎপরাতর কারণে ভবিষ্যতে পাহাড়ী নারীরা আরো এগিয়ে যাবেন বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy