
আবদুল জলিল, খাগড়াছড়ি প্রতিনিধি
আজ (১৪ ফেব্রুয়ারি) ফাল্গুনের প্রথম দিন, বিশ্ব ভালোবাসা দিবস। করোনা মহামারীর প্রভাব খানিকটা তাল কাটলেও সংস্কৃতিমনা নানা বয়সী শ্রেণি-পেশার মানুষ মেতে উঠেছে উৎসবে। বাঙালীর মনে চলছে বসন্ত আর ভালোবাসা নিয়ে উৎসব-উদ্দীপনা।
করোনাকালে অনেক সংগঠন আগের ঐতিহ্য মেনে বসন্ত উৎসবের আয়োজন করলেও একাধিক সংগঠন এই মহামারীর কারণে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আয়োজন থেকে বিরত থাকছে। ভিন্ন চিত্র রয়েছে অনেক সংগঠনেও। বসন্ত বরণকে কেন্দ্র করে সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে।
খাগড়াছড়িতে বসন্ত উৎসব ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে খাগড়াছড়ি শিল্পকলা একাডেমি। সকাল ৯টা হতে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও শিল্পকলা বিষয়ক কমিটির আহ্বায়ক নিলোৎপল খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী অপু। অনুষ্ঠান পরিচালনা করেন খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া।
এছাড়াও শহরের ফুলের দোকানগুলোতে মোটামুটি ভীড় লক্ষ করা গেছে। বিশেষ করে তরুণ-তরুণীরা প্রিয়জনদের ফুল দিয়ে ভালবাসার শুভেচ্ছা জানিয়েছে। তাছাড়া তরুণী ও যুবতীরা খোঁপায় ফুল বেঁধে বসন্তকে উপভোগ করছে।
সর্বোপরি একসাথে দু’টো দিন উপভোগ করছে সবাই। মানুষের প্রতি মানুষের ভালবাসা ছড়িয়ে পরুক ফাল্গুনী বাতাসে। এই হোক সকলের প্রত্যাশা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply