রংপুর জেলা প্রতিনিধিঃ
পীরগঞ্জের রমানাথপুর হিন্দু পল্লীতে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে বাসদ (মার্কসবাদী)'র-
বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তথাকথিত কিশোরের ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অজুহাতে গতকাল রাতে পীরগঞ্জের রমানাথপুর হিন্দু পল্লীতে অগ্নিসংযোগ, গৃহপালিত পশু, ধান-চাল, হাড়ি-পাতিলসহ সর্বস্ব লুটপাটের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টির
পরিকল্পনাকারীদের চিহ্নিত করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে ১৮ অক্টোবর সকাল ১১:৩০ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব হতে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারীবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী), রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য আহসানুল আরেফিন তিতু,
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমূখ। নেতৃবৃন্দরা বলেন সাম্প্রদায়িক অপরাধের বিচারহীনতা, মতায় থাকার জন্য মৌলবাদীদের সমর্থন পাওয়ার চেষ্টায় তাদেরকে সরকারের পরো মদত দেয়ায় দেশজুড়ে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে পড়েছে।
অবিলম্বে এই নোংরা খেলা বন্ধ করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থে সরকার নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্যবৃদ্ধিতে প্রয়োজনীয় পদপে না নিয়ে দায়সারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন।
টিসিবির বিক্রয় কেন্দ্রগুলিতে ব্যাপক দুর্নীতি। এসব কেন্দ্র থেকে মানুষ তার প্রয়োজনীয় জিনিস কিনতে পারে না। একসাথে তিনটি পণ্যের প্যাকেজ ৫০০/৬০০ টাকা দিয়ে কিনতে হয়। ফলে নিম্ন আয়ের মানুষ তা কিনতে পারেনা। মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ ভীষণ সংকটে পড়েছে। সরকারের প্রতি মানুষের ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে। বক্তারা বলেন,
এই সময়ে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে কিনা তাও ভেবে দেখার সময় এসেছে।
বক্তারা বলেন, অবিলম্বে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আইন করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অবিলম্বে সকল পণ্যের মূল্য নিম্ন আয়ের মানুষের আয়ের সাথে সঙ্গতিপূর্ণ করতে হবে। পাড়ায় পাড়ায় টিসিবির বিক্রয়কেন্দ্র ও পর্যাপ্ত পণ্য দিতে হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy