শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিয়ার পোলের দক্ষিণে আসলাম হাজীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো.হৃদয় চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আসলাম হাজী বাড়ির আব্দুর রহিমের ছেলে। সে ঢাকায় একটি কসমেটিকস এর দোকানে চাকরি করতো।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করেছে। শনিবার মরদেহ ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আটকরা হলো, সোহাগ, ফাহিম, নাঈম, জাবেদ ও আজাদ।
নিহতের চাচা মাসুদ জানান, পুকুরে গোসল নিয়ে দ্বন্দ্বের জেরে নিয়াজ উদ্দিন ব্যাপারী বাড়ির সামনে ওই বাড়ির ছেরাজল হকের ছেলে সোহাগসহ ৭-৮ যুবক হৃদয়কে পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ চৌধুরী জানান, পার্শ্ববর্তী একটি বাড়ির পুকুরে জুমার নামাজের আগে হৃদয় গোসল করতে যায়। ওই সময় একই এলাকার সোহাগ তাকে পুকুরে গোসল করতে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুপুর ২টার দিকে সোহাগসহ ৭-৮জন যুবক হৃদয়কে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy