নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাট পৌর শহরের আরামনগর এলাকায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
পুকুরে ডুবে নিহত শিশু আব্দুল্লাহ আরামনগর এলাকার ফরিদ হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যার আগে শিশু আব্দুল্লাহ’মা রাতের রান্নার জন্য বাড়িতে মুরগির মাংস কাটছিলেন। এসময় সবার অজান্তে শিশু আব্দুল্লাহ’খেলার তালে বাড়ির বাহিরে বের হয়ে পুকুরে পড়ে যায়।
পরে পরিবারের লোকজন শিশু আব্দুল্লাহকে না দেখতে পেয়ে খুঁজতে থাকলে এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। এসময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান,দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।